
নিউজ ডেস্ক,
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
আজ বৃহস্পতিবার, কড়া নিরাপত্তায় খুলনা থেকে ফরিদপুর ও রাজবাড়ী জেলা অতিক্রম করে এনসিপির জুলাই পদযাত্রা পরিচালিত হয়। ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত সমাবেশে নেতারা এই ঘোষণা দেন।
এসময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন:
“গোপালগঞ্জের ঘটনার জবাব দিতে না পারলে, জনগণের প্রতিবাদ থামানো যাবে না। অন্তর্বর্তী সরকার যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমরা ‘মার্চ টু গোপালগঞ্জ’ করবো।”
রাজবাড়ীতে সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন:
“আওয়ামী লীগ নির্মূলের মধ্য দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে। মুজিববাদ এক বিভাজনের নাম, এটি পরাস্ত করতে হবে। আমরা মুজিবের বুকের মাটির উপর দাঁড়িয়ে বলেছি— মুজিববাদ মুর্দাবাদ!”
সমাবেশে রাজবাড়ীর স্থানীয় এনসিপি কর্মীরা ব্যাপক উপস্থিতি জানান দেন।
এলাকার পুত্রবধূ ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন:
“এই পদযাত্রা শুধু রাজনৈতিক দাবি নয়—এটি মানুষের জীবনের জন্য। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে রাজবাড়ী হবে রোল মডেল।”
গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠনের নিষিদ্ধকৃত অংশ হামলার পেছনে জড়িত।
নাহিদ ইসলাম আরও বলেন:
“আইনি, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতেই হবে। শুধু সাময়িক নিষিদ্ধ করেই মুক্তি আসবে না।”
কেন্দ্রীয় আহ্বান ও ইশতেহার ঘোষণা
এনসিপির নেতারা জানান, সকল বাধা অতিক্রম করে ৬৪ জেলায় পদযাত্রা করে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবে দলটি।
আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ইশতেহার ও "জুলাই সনদ"-এর ঘোষণা অনুষ্ঠান।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে সকল কর্মী, সমর্থক ও সাধারণ নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।